শনিবার, ২৩ জুন, ২০১২

মিনিয়েচার আর্ট : শিল্প আধ্যাত্মের সম্মিলন




মিনিয়েচার। আর্টের একটি গুরুত্বপূর্ণ শাখা।

ছোট ছবি কিন্তু তাতে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। সম্পূর্ণ নিজস্ব আইডেন্টিটি হচ্ছে মিনিয়েচার আর্টের অন্যতম মূল বৈশিষ্ট্য। মিনিয়েচার আর্টে প্রাচ্যকলা স্বমহিমায় উদ্ভাসিত। পাশ্চাত্য এ শাখায় জৌলুস হারিয়ে এখন দীনহীন টিমটিম করে জ্বলছে।

এখন মিনিয়েচার আর্ট আবার পুনর্জীবন ফিরে পেতে চলেছে। বিশেষ করে ইসলামিক মিনিয়েচারে কোন কোন সরকার প্রমোট করছে।

পাশ্চাত্য মিনিয়েচার আর্ট

পশ্চিমা বিশ্বে মিনিয়েচার আর্ট বেশি দিনের পুরনো নয়। ১৩ শতকের শেষ ভাগ থেকে মিনিয়েচার আর্ট হতে থাকে। বলা যায়, প্রাচ্যকলার এই গুরুত্বপূর্ণ শাখা থেকে অনুপ্রেরণা পেয়ে পশ্চিমা শিল্পীরা এটা করতে শুরু করেন। মূলত তারা পোট্রেট মিনিয়েচার আঁকতেন।


Jean Fouquet, self portrait in 1450

উইকিতে এটাই প্রাচীন নমুনা হিসেবে পাওয়া গেছে।


Portrait Miniature of Margaret Roper. Bodycolour on vellum mounted on card, 4.5 cm diameter, c. 1536

নিউ ইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টে সাড়ে চার সেন্টিমিটার বৃত্তের এই মিনিয়েচার আর্ট সংরক্ষিত।


Miniature painting (A Bacchante), 1799

দিনে দিনে পাশ্চাত্য শিল্পীরা এ শাখায় ভালই উন্নতি করে।



প্রাচ্যকলার সুক্ষ্ম প্রভাব রয়েছে এই পাশ্চাত্য মিনিয়েচারটিতে।


woman-black-dog. Terry Furchgott

সম্প্রতি মার্কিন আর্টিস্ট টেরি ফারগট যে মিনিয়েচার আঁকছেন তাতে প্রাচ্যকলার মিনিয়েচারের প্রবল প্রভাব রয়েছে।


Terry Furchgott


প্রাচ্যকলার মিনিয়েচার

প্রাচ্যকলায় মিনিয়েচার অসাধারণ এক দক্ষতা আর নিপুনতার স্মারক। হাজার বছর ধরে এই শিল্প উৎকর্ষতার এমন এক পর্যায়ে এসে পৌছেছে, যাতে শিল্পের সুক্ষ্ম রস আধ্যাত্মিকতার অনুভবে গিয়ে মিশেছে। শিল্পী তার তুলিকে এত সুক্ষ্ম আর নিখুঁত করে চালিয়েছেন যেখানে আতশি কাচ দিয়ে এর বিশ্ময়কর আঁচড় দেখে অভিভূত হতে হয়।



বাদশাহ আকবরের জন্য এ মিনিয়েচারটি করা হয়েছিল।




মজার একজোড়া গাছের মিনিয়েচার। বলা যায়, দম্পতি।




লাল গালিচা সংবর্ধনা

মিনিয়েচারে প্রতিকের ব্যবহার

মিনিয়েচারে দর্শন এসেছে ক্ষমতা আর জৌলুসের বার্তা নিয়ে। ক্ষমতাসীনরা শিল্পকলায় বরাবর তাদের মহাত্ম আর গৌরব প্রকাশ করতে সুপ্ত বাসনা লালন করেছেন। শিল্পীরা সেই সুযোগটা কাজে লাগিয়ে রাজসভায় উচ্চপদ বাগিয়েছেন।



এটাকে বলে শামসী। অর্থাৎ সূর্য। শক্তির এই প্রতীক কত নান্দনিক হয়ে ফুটে উঠেছে এখানে।

ইসলামিক মিনিয়েচার
মুসলিম বিশ্বে এখন মিনিয়েচার করা হচ্ছে ভিন্ন আঙ্গিকে। এতে প্রাণীচিত্রকে সচেতনভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে।



হাশিয়া




শামসী



দুয়া



হাশিয়া ও দায়েরাহ


বাংলাদেশে মিনিয়েচার

বাংলাদেশে মিনিয়েচার আর্ট আসে মোগলদের হাত ধরে। কিন্তু সে ধারা অব্যাহত থাকেনি। এখন নতুন করে আবার মিনিয়েচার আঁকা শুরু হয়েছে। ক্যালিগ্রাফির সাথে মিনিয়েচার আঁকার বিষয়টি ওৎপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের ক্যালিগ্রাফি অঙ্গনে খ্যাতনামা ক্যালিগ্রাফার মোহাম্মদ আবদুর রহীমের মিনিয়েচার এবং হাশিয়া (বর্ডার আর্ট) দেশে-বিদেশে সুনাম কুড়িয়েছে।

তার কয়েকটি মিনিয়েচার:



মহামহিম পরওয়াদেগার



আয়তাল কুরসি

আলজেরিয়া মিনিয়েচার ফেস্টিভালে এ দু'টো শিল্পকর্ম প্রশংসা পেয়েছে।

তার সাম্প্রতিক আরেকটি মিনিয়েচার শিল্পকর্ম


শামসী



অসীমের অনুভব


মিনিয়েচার আর্ট হচ্ছে আবেগ ও চরম ধৈর্যের সম্মিলন। যারা এটা করেন তাদের এটাতে এতই মগ্ন হতে হয় যে পৃথিবীর কোন খবর তাদের কাছে থাকে না। এটা আসলেই শিল্প আধ্যাত্মের এক অপূর্ব সম্মিলন।


ছবি-নেট থেকে

1 টি মন্তব্য: