শনিবার, ২৩ জুন, ২০১২

কাজল দিঘীর টানে....(উতসর্গ বিভা)



এক.
ভোরের হাওয়া পালিয়ে এসে গুবাক সারির মাঝে
উতল হল শিরীন নামের দস্যি মেয়ের সাজে
সুকসারিদের জটলা কেন, কে দেয় মনে দোলা
আনমনে এক কিশোর মনে নকশি রুমাল তোলা
---------------



চার.
তার কাজল চোখের দিঘীতে একদিন উঠেছিল ঢেউ
তারপর কত যে ফাগুন গেল, সর্ষে খেতের হলুদ গানও
সন্ধ্যা তারার টুপ করে ঝরে পড়া আর সোনালি বিকেল
এখানে বিবর্ণ আকাশ কেন বসে বসে মনে করে কেউ




ছবি- নেট থেকে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন