সোমবার, ২৫ জুন, ২০১২

শিল্পকর্ম তৈরির একটা গোপন কৌশল




ছবি আঁকার আগে শিল্পী হৃদয়ে একটা চিত্র এঁকে ফেলেন। প্রায়সই দেখা যায় ক্যানভাসে আঁকা শেষে অন্য একটা কিছু দাড়িয়ে গেছে। কখনও কখনও শিল্পী নিজেই তা দেখে চমকে ওঠেন।

(আমি সেরকম কোন শিল্পী না হলেও লেখার ভেতর এমন কিছু হতে পারে তা টের পাইলাম আজ। কি লিখতে বসে এটা কি লিখলাম।)

আমি চিন্তা করছিলাম মিনিয়েচার নিয়ে কিছু লিখব। কিন্তু একটা ছবি দেখে মনে হল, শিল্পী কেন এভাবে আঁকেন? নেটে গুতোগুতি করে যা পাইলাম তা এরকম।

সৌন্দর্য ব্যাপারটার সাথে ভাল লাগা জড়িত। প্রশ্ন হল একটা শিল্পকর্ম কেন ভাল লাগে?

এই ভাল লাগার জন্য শিল্পী তার কাজে কিছু কৌশল অবলম্বন করেন। অনেক কৌশলের ভেতর একটা গোপন টেকনিক হচ্ছে গোল্ডেন রেসিওর ব্যবহার। গোল্ডেন রেসিও সম্পর্কে আমরা কম-বেশি সবাই জানি। প্রকৃতিতে এর ভুরি ভুরি উদাহরণ আছে।

তবে আর্টে এই রেসিওর ব্যবহার প্রাচীনকাল থেকে চলে আসছে। শিল্পী এমনভাবে আঁকেন যেন তার শিল্পকর্ম দর্শককে বলে, আমি তোমাকে দেখাতে চাইনা কিন্তু তুমি আমাকে মুগ্ধ হয়ে দেখো।

এই যে লুকোচুরি খেলা, এটা সার্থকভাবে শিল্পকর্মে ফুটিয়ে তোলার জন্য শিল্পী গোল্ডেন রেসিওর ব্যবহার করে থাকেন।



যারা ডানহাতি আর্টিস্ট তাদের ছবিতে ডান পাশে মূল কেন্দ্রবিন্দু চলে আসে হৃদয় থেকে। তবে শিল্পী ইচ্ছাকৃত এই মূল বিন্দুকে বিভিন্ন স্থানে বসিয়ে নিরীক্ষা করে থাকেন।



প্রকৃতিতে এই ফিবনাক্কি মজাটা অনেক রয়েছে। এতে সৌন্দর্য্যের মনিমুক্তা আমাদেরকে মোহিত করে।



মোনালিসা আঁকতে গিয়ে ভিঞ্চি এই সূত্র প্রয়োগ করেছিলেন বলে কোথাও উল্লেখ দেখা যায় না।

কিন্তু এখানে কেউ সেটা বসিয়ে ভাব নিয়েছে, দেখো.. মোনালিসা এত সুন্দর লাগার পেছনে এই হচ্ছে রহস্য।

হাহাহা...আসলে এটা মজা হলেও ছবিটাতে মূল বিন্দু থেকে ছড়িয়ে পড়ার ভেতর যে পারস্পরিক সম্পর্ক থাকে, যেমন টেনশন বা প্লাস্টিসিটি যাই বলিনা কেন, তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একাডেমিক শিক্ষায় আমরা যা শিখি, পরবর্তি মুক্ত জীবনে এসে শিল্পের সেই উপকরনগুলো মনের অজান্তেই প্রয়োগ হতে থাকে।

মডার্ণ আর্টিস্টদেরকে এই গোল্ডেন রেসিও প্রভাবিত করে বিভিন্নভাবে। জোসেফ স্তেলা(J o s e p h S t e l l a
) সাম্প্রতিক এরকম কিছু কাজ করেছেন। একে তিনি ফিবোনাক্কি সিরিজও বলেছেন।



বাংলাদেশে আর্টিস্টরা এরকম কাজ করেছেন। চারুকলায় গেলে তা দেখা যায়। এটা একটা কমন বিষয়। তেমনি ক্যালিগ্রাফি পেইন্টিংয়েও এটা দেখা যায়। আজ এরকম একটি কাজ আমার নজরে পড়ল। ক্যালিগ্রাফার মোহাম্মদ আবদুর রহীমের 'ঐক্য' নামে একটি ক্যালিগ্রফি পেইন্টিং দেখেন।



এক্রিলিকে করা এ পেইন্টিংটাতে একটি ঘরের আকৃতিতে 'আল্লাহ' লেখা। ক্যালিগ্রাফার হয়ত বুঝাতে চেয়েছেন ঐক্যের মূল বিন্দু বা ফোকাস আল্লাহ হতে পারেন। আবার এটা কাবা ঘরের মত মনে হতে পারে, কাবা মুসলমানদের ঐক্যের প্রতিক। যাইহোক, আসলে এটাতে মূলবিন্দুকে উপস্থাপণের ব্যাপারে ফিবোনাক্কি বা গোল্ডেন রেসিও থিউরির একটা প্রভাব দেখা যায়।



তার আরেকটা ক্যালিগ্রাফি 'সাব্বিহিসমা রব্বিকাল আলা' সুলুস শৈলিতে করা। এখানে ক্যালিগ্রাফি পড়ার শুরুটা দেখানো আছে। আসলে ওটাই হচ্ছে ক্যালিগ্রাফির মূল ফোকাস বিন্দু। মজার বিষয় হচ্ছে, এতেও গোল্ডেন রেসিওর প্রভাব রয়েছে বলে মনে হয়।

আজ এই পর্যন্ত।

ছবি- নেট থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন