শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২

মাতাল হাওয়ার প্রেমে




গ্রাম থেকে ফিরে এসে কিছুই ভাল লাগছে না। সারাটা পথ নস্টালজিয়ায় ডুবেছিলাম।

দুইদিন ধরে বিভিন্ন ভাষার গান শুনছি। হঠাৎ বাংলা গানের মত কিছু গান পেলাম। ভাষাটা বোধগম্য না হলেও সুর এবং মিউজিক একেবারে বাংলা স্টাইল। নেটে খোজ করে দেখি ভারতের কেরালা হচ্ছে এই গানের ভাণ্ডার। মালায়ালাম ভাষায় চমৎকার সব গান। আমাদের ক্লোজাপ তারকার মত ওখানেও তরুণ শিল্পীদের গান হৃদয় ছুয়ে যায়।

এই তরুণ শিল্পীদের একজন ফাসিলা বানু

ফাসিলার ট্রেডিশনাল একটি গান

http://www.youtube.com/watch?v=SImSVSn6VEI&feature=related






আরেক জন শিল্পী সুরুমী

http://www.youtube.com/watch?v=5fJZ1s22Zzs&NR=1&feature=endscreen






ফাসিলার আরেকটি গান


http://www.youtube.com/watch?v=IJKBqOvQPFs&feature=related





সাজিলা সালিম তরুণ শিল্পী তারকাদের অন্যতম। তার একটি হৃদয় ছুয়ে যাওয়া গান

http://www.youtube.com/watch?v=UaN2tBTkiHI






ফাসিলার আরেকটি হিট গান

http://www.youtube.com/watch?v=fys5ZeEDFhk&feature=fvwrel






এবং আরো একটি

http://www.youtube.com/watch?v=-kA00xQixXs&feature=related






ফাসিলার সেই গানটি

http://www.youtube.com/watch?v=i78NLuilVjs&feature=related






একজনকে খুব মনে পড়ে, যে ছিল ফাসিলারই ফটোকপি। তাকে এই পোস্ট উৎসর্গ করলাম।

 ফাগুনের ফুলগুলি হেসেছিল সেইদিন
পাপিয়ার সুরে উতল হাওয়া
মাহবুবার মন ভেসেছিল
হায়! ভুলেছিল নাওয়া-খাওয়া


সব ছিল তার
আলো ঝলমল দিন
মাতাল হাওয়ার গানে
মল্লিকারা দোলে


অপেক্ষার জ্বালা সয়না যে আর
প্রিয় পাখিটি বুঝি
এখনি আসে


আমিও ছুটে যাব ভেবে
মেলেছি পাখা


হায়! সব আছে
ফুলে ফুলে ভরা সাজানো বাসর
শুধু নেই আজ সে
কখনো বলবেনা আর
ওগো! কর না একটু আদর!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন