শনিবার, ১০ মার্চ, ২০১২

মোল্লাদেশের ক্যারিকেচার আর্ট...!!!




আমাদের কয়েকজন কার্টুন শিল্পী কয়েক বছর আগে বিদেশের এক কার্টুন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। আমাদের ছেলে-মেয়েরা স্বভাবতই আকাআকিতে ভাল। এবং সেখানে তারা পুরস্কারও অর্জন করে। সেটা ছিল অনুর্ধ ২৫ বছর বয়সীদের প্রতিযোগিতা।



কিন্তু সেখানে গিয়ে আমাদের ছেলেরা বিস্ময়াভূত হয়েছিল। কারণ তাদের ধারণা ছিল না যে, মোল্লাদেশের পোলাপাইন এত দক্ষ আর ভালো মানের কার্টুন আকতে পারে।



দেশটি হচ্ছে ইরান। সেদেশের একজন টিনেজ কার্টুনিস্ট হচ্ছে আলি রেজা বাঘেরি। প্রতিযোগিতায় সে প্রথম স্থান অর্জন করে।











এগুলো আলি রেজার ক্যারিকেচার।

অসাধারণ এই কার্টুনিস্ট তার পরিবারের আট সদস্যের মধ্যে সর্ব কণিষ্ঠ এবং বোবা।

________________________________________________________________________‍‍






বাংলাদেশের কার্টুনিস্ট মেহেদির ক্যারিকেচার

ছবি- নেট থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন