রবিবার, ১ এপ্রিল, ২০১২

ক্যালিগ্রাফির ক্লাস.....পর্ব এক





ক্যালিগ্রাফির বিষয়ে আগ্রহ ধীরে ধীরে বেড়ে চলেছে। পৃথিবীতে সভ্যতার বাহন হচ্ছে লিপি। এক সভ্যতা থেকে অন্য সভ্যতার সংযোগ, সম্পর্ক, জ্ঞান ও সংস্কৃতির সেতুবন্ধন লিপির প্রধান কাজ।

পৃথিবীতে দৃশ্যমান শিল্পকলার আদি উৎস লিপি। আর লিপিকে শিল্পে রূপ দানের ভেতর লুকিয়ে আছে সভ্যতার ঐতিহ্যকথা।

বিভিন্ন ভাষার ক্যালিগ্রাফি রয়েছে। তবে রূপ-মাধুর্য্যে আরবি ক্যালিগ্রাফির তুলনা মেলা ভার!

প্রশ্ন হল- আরবি ক্যালিগ্রাফি জিনিসটা কি?


আরবি ক্যালিগ্রাফির একটি নমুনা।

আরবি ক্যালিগ্রাফির পরিচয় এভাবে দেয়া যেতে পারে- আরবি হরফ বা টেকসট ব্যবহার করে চমৎকার লেখন শিল্পকে আরবি ক্যালিগ্রাফি বলে।

আরেকটা কথা, ক্যালিগ্রাফি শব্দটা ইংরেজি। এটা গ্রীক শব্দ ক্যালিগ্রাফিয়া থেকে এসেছে। গ্রীক শব্দ ক্যালোস এবং গ্রাফেইনের মিলিত রূপ ক্যালিগ্রাফিয়া। ক্যালোস=সুন্দর, আর গ্রাফেইন=লেখা।

ক্যালিগ্রাফিকে আরবিতে বলে খত আল আরাবি। তুর্কিতে বলে হাত। আর ফারসিতে খোশ নবিসী।

আরবি ক্যালিগ্রাফিকে আবার ইসলামী ক্যালিগ্রাফিও বলে। কারণ, এটা প্রথম মার্জিত ও উন্নত হয় ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন লিপিবদ্ধ ও অনুলিপি করার মাধ্যমে। ইসলামী বিশ্বে একে দৃশ্যমান শিল্পকলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাবান উপাদান হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে, এই আর্ট ফর্মকে বিভিন্ন দেশ, ভাষা এবং ধর্মের লোকেরা আনন্দচিত্তে গ্রহণ এবং চর্চা করে চলেছেন।


"Islam has exerted also a more subtle, a more indirect influence on the development of calligraphy: by discouraging the graphic representation of human beings and animals it channeled the creative energies of Muslim artists toward other decorative arts, especially calligraphy."

From: Al-Baba, Kamel. "Calligraphy: A Noble Art." Saudi Aramco World, 15:4: 1-7. July/August 1964.



আরবি স্ক্রিপ্ট ক্যালিগ্রাফি কি?

আরবি স্ক্রিপ্ট ক্যালিগ্রাফির একটি নমুনাচিত্র

বইপত্র, নথি, ফরমান, মানপত্র ইত্যাদি কাগজের ওপর আরবি হরফে যে ক্যালিগ্রাফি করা হয়, সেটাই আরবি স্ক্রিপ্ট ক্যালিগ্রাফি।

এবার প্রশ্ন হতে পারে, ক্যালিগ্রাফি আর হ্যাণ্ড রাইটিং বা হাতের লেখার ভেতর কি পার্থক্য আছে?

ক্যালিগ্রাফি হ্যাণ্ড রাইটিং থেকে আলাদা এজন্য যে, ক্যালিগ্রাফি একই সাথে শিল্পতৃষ্ণা এবং আটপৌরে জীবনের প্রয়োজন মেটায়।

অন্যদিকে, হ্যাণ্ড রাইটিং হচ্ছে যোগাযোগ বা শুধু প্রয়োজনকে তুলে ধরে। নন্দন বা সৌন্দর্য সেখানে গৌণ।


হাতে লেখা একটি অভিধানের পাতা

ক্যালিগ্রাফি চর্চাকরা হয় এর ভেতরের সৌন্দর্য এবং অন্তরনিহীত শিল্পকে তুলে ধরতে।

ক্যালিগ্রাফি এবং হ্যাণ্ড রাইটিংয়ের মধ্যে আরেকটা মৌলিক পার্থক্য হচ্ছে, উপায় উপকরণের ভিন্নতা। ক্যালিগ্রাফি করার জন্য বিশেষভাবে তৈরি কলম ব্যবহার করা হয়। আর সাধারণ লেখায় যে কোন কলম হলেই চলে।


আরবি ক্যালিগ্রাফি করার কলম

ক্যালিগ্রাফি কলমকে 'কলম খাশাব' এবং 'কলম বুস' বলে।

ক্যালিগ্রাফি করার জন্য বিশেষ কিছু নিয়ম এবং পদ্ধতি মেনে চলতে হয়। যেমন একটি লিপিতে অলঙ্কার ব্যবহার হয় আবার দেখা যায় আরেকটি লিপিতে তা নিষিদ্ধ এবং আকার-আকৃতি একেক লিপির একেক রকম।

ক্যালিগ্রাফির লিপির মধ্যে এই বৈচিত্র এসেছে সংস্কৃতি, ধর্ম এবং শিল্পবোধের প্রাত্যাহিক চর্চার মাধ্যমে।


চলবে-

ছবি-নেট থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন