শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১১

কবিতা-১

ফুলের মেয়ে

ফুল হাতে এক ছোট্ট মেয়ে বাংলামোটর মোড়ে
খেলার সময় পার হল তার ফুল বিক্রি কোরে


রিক্সা-কারে বাড়ি দিয়ে ছোট্ট দুটি হাত
বলে যে তার ছোট ভাইটি কাল খাইনি ভাত


একটা মালা নেন গো সাহেব নেন যদি গো সার
একটা রুটি কিংবা মুড়ি এতেই হবে তার


কেউবা থাকে মুখ ফিরিয়ে কেউবা মারে ঝাড়ি
তবু তো হায় সেই মেয়েটি দেয় না তাতে আড়ি


শীতের ভোরে সবাই যখন কাঁপছে পূবাল বায়
জামের ভেতর একলা মেয়ে হাটছে উদোম গায়


জাম ছুটে যায় রিক্সা গাড়ি হুড়মুড়িয়ে ছোটে
ফুলের মেয়ের বুকে তখন কষ্টগোলাপ ফোটে


এসব দেখে খোকন সোনার উঠল কেঁদে মন
সবুজ গায়ে আছে যে তার এমন একটি বোন

###

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন