শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১১

কবিতা-৩


 

আলমাআতার হারানো পাখি


এক শীতে বলেছিলাম, মাগো! পাকান পিঠা ভেজে রেখো
আমি আসছি..

তারপর প্রজাপতি বসন্ত, কাঠফাটা রোদ্দুর, ঝমঝম বৃষ্টির কলতান শেষে
শরতের তুলো তুলো মেঘের সাথে আবার শীত এলো

আমি আনমনা হই, টেলিফোন তুলে ভাবি, এখনি যাবো
আলমাআতার পাতার নীড়ে, কথাটা মাকে বলি.....
কিন্তু বলা হয় না, কখন যে আমার পাখি উড়ে গেছে..
শুন্য নীড়ে শুধু স্মৃতির পালক

আর আমি বসে ভাবি, মাগো! পাকান পিঠা কি ভেজে রেখেছ....

উৎসর্গ : হৃদয় গভীরে যে পাখি আছে লুকিয়ে
###

২টি মন্তব্য: