শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১১

কবিতা-৪

 

 

কাল রাতে নেমেছিল বৃষ্টিদানা


রাজপথে হাসফাস করা গাড়িগুলো
নির্দয় ঘামছে, রৌদ্রকরে উত্তপ্ত চারদিক
জ্যামের উষ্ঠা খেয়ে দিশেহারা পাবলিক
ঢাকার গরমে গরমিত বাড়িগুলো

রাতেও বিদ্যুৎ নেই, ভাজা ভাজা ছেলে-বুড়ো

শিশু কাঁদে, মায়েরাও কষ্টের শ্বাস ছাড়ে
একটু স্বস্তি নেই, শুধু হাহাকার বাড়ে
চাতকের চাওয়া একটু বৃষ্টির গুড়ো

একটানা কেঁদে চলে চড়ুই ছানা

শেষ রাতে আসে নেমে বৃষ্টিদানা।
###

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন