শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১১

কবিতা-২



আলমাআতার পাখি



একদিন পাখি উড়ে এসে বসেছিল বসন্তে এই তরুশাখে

আলমাআতার কান ভারি হয়েছিল আর আন্দুলিয়ার বাতাসে ভেসেছিল কুজন সুমধুর
বসন্ত গেছে কাঠফাটা গরম শেষে বর্ষার ক্রন্দন এখন মনের আকাশে

পাখি উড়ে গেছে দিগন্তে ভাসে বিষাদের সুর

স্বর্গোদ্যানে নরনারীরা আনন্দে মাতে আর যান্ত্রিক কশাঘাতে নির্জীব বনি আদম

সময়ের কাটা টিকটিক করে লিপিবদ্ধ জীবনের খেরোখাতা চষে অবিরাম

দুর্বলেরা চিরকালই পিষ্ট হয় দানবের পদভারে

তবু পথচলা থেমে থাকে কি?

পৃথিবীর নির্বাক দিনগুলো একে একে হারিয়ে যায়

তবু আশা জাগে নতুন ভোরের

রৌদ্র করোজ্জ্বল দিন বুঝি হাতছানি দেয় বিষাদিত মনে

### 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন