শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১১

লিপির আবিস্কারের কথা

লিপির আবিস্কারের কথা নিয়ে কথা

লিপির আবিস্কার কিভাবে হল, এ নিয়ে ইউরোপীয় বিখ্যাত লিপিতত্ত্ববিদ কানিংহাম বলেন- মানুষ তার চারপাশের দৃশ্যমান বস্তু দর্শন করে সেই সব বস্তুর অনুরূপ আকারে অক্ষর তৈরি করেছে।

এছাড়া অন্যমত হচ্ছে- পৃথিবীর সবচেয়ে প্রাচীন গ্রন্থগুলো হচ্ছে ধর্মের। তাই লিপির আবিস্কার ধর্মের সাথে সংশ্লিষ্ট। কারণ প্রায় অধিকাংশ ভাষা লিপির বর্ণগুলো দেব-দেবী বা অলৌকিক কিছুর নামে নামকরণ করা হয়েছে।


কিউনিফরম বা কিলকাকার লিপি

মিশরীয় চিত্রলিপির ছক
প্রাচীন ফিনিশীয় লিপি
চিত্রলিপি
সূত্র-১.বাঙালা-লিপির উৎস ও বিকাশের অজানা ইতিহাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন